ঘনাদা (Ghanada/Ghonada)
কমিকগুলি পড়ার জন্য এই পোস্টের নিচে যান
লেখক : প্রেমেন্দ্র মিত্র
ছবি : শুভ্র চক্রবর্তী ও রঞ্জন দত্ত
এখানে আমি যে কয়েকটি কমিক আপনাদের পড়ার জন্য দিচ্ছি , সেগুলো ছাড়াও ঘনাদার গল্পগুলি নিয়ে বিভিন্ন শিল্পী বিভিন্ন পত্রিকায় আরো কিছু কিছু কমিক এঁকেছেন । ঘনাদার উইকিপিডিয়া পেজ থেকে জানতে পারি আমার অন্যতম প্রিয় শিল্পী শ্রী গৌতম কর্মকার মহাশয় একসময় "কিশোর জ্ঞান বিজ্ঞান" পত্রিকার জন্য পাঁচটি ঘনাদা কমিক বানান । সেগুলি হলো - মশা , তেল , হাঁস , মাটি এবং মঙ্গল গ্রহে ঘনাদা ।
![]() |
গৌতম কর্মকারের করা "মঙ্গল গ্রহে ঘনাদা" রঞ্জন দত্ত-র করা হাঁস কমিকটি আমি ব্লগে শেয়ার করেছি । সেটি ছাড়াও শিল্পী আরো এক বা একাধিক কমিক করেছেন ঘনাদাকে নিয়ে । যার মধ্যে Ghanada Gallery -র সৌজন্যে ফুটো গল্পটির কথা জানতে পারি । |
![]() |
রঞ্জন দত্তের করা "ফুটো" |
শিল্পী রেবতীভূষণ প্রথম ঘনাদাকে কমিকসে আনেন । সরাসরি লেখকের নির্দেশে শিল্পী প্রথমে ঘনাদার মুখাবয়ব আঁকেন এবং প্রেমেন্দ্র মিত্রের নির্দেশে তাতে পরিবর্তন করা হয় ।
![]() |
রেবতীভূষণ , বিষয় কার্টুন , 2010 ( রেবতীভূষণ স্মরন সংখ্যা) আমার খুবই আক্ষেপের বিজয় এই যে.. গৌতম বাবুর করা কমিকগুলি বা শিল্পী রেবতীভূষণ এর করা কাজ গুলি পড়ার সুযোগ আমার হয়নি । আমি অনেক খুঁজেও ওই কমিকগুলির সন্ধান পাইনি। তবে রঞ্জন দত্তর করা একটি কমিক "হাঁস" আমি "ছবিতে গল্প" ব্লগের সৌজন্যে পেয়েছি । তাঁদের ধন্যবাদ । যদি কোনো সংগ্রাহক বা এমন কোনো পাঠক আমার এই পোস্ট পড়ছেন , যাঁর কাছে ওই কমিকগুলী আছে তাহলে সম্ভব হলে আমার সাথে যোগাযোগ করুন । একজন কমিক প্রেমী এবং ঘনাদার ভক্ত হিসেবে আমি ওই গল্পগুলি কমিকরূপে পড়ে দেখতে চাই। আর যদি সম্ভব হয়... অন্যান্য সকল কমিকপ্রেমীদের সাথে আমার এই ব্লগের মাধ্যমে share করতে চাই । তথ্যঋণ: উইকিপিডিয়া , ঘনাদা গ্যালারি কমিক ঋণ : ছবিতে গল্প , এবং অন্যান্য কমিক ব্লগ , websites Click here to read the comics পড়ুন ঘনাদা কমিক্স |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন