শিল্পী অভিজিৎ চট্টোপাধ্যায়
অভিজিৎ চট্টোপাধ্যায় |
প্রথম ফেলুদা কমিক |
অভিজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য ....
"আদিত্য বর্ধনের আবিষ্কার" শীর্ষক অসম্পূর্ণ ফেলুদা গল্পে অভিজিৎ বাবুর করা অলঙ্করণ |
ফেলুদা সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে |
অভিজিৎ চট্টোপাধ্যায় |
প্রথম ফেলুদা কমিক |
"আদিত্য বর্ধনের আবিষ্কার" শীর্ষক অসম্পূর্ণ ফেলুদা গল্পে অভিজিৎ বাবুর করা অলঙ্করণ |
ফেলুদা সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে |
গৌতম কর্মকারের করা "মঙ্গল গ্রহে ঘনাদা" রঞ্জন দত্ত-র করা হাঁস কমিকটি আমি ব্লগে শেয়ার করেছি । সেটি ছাড়াও শিল্পী আরো এক বা একাধিক কমিক করেছেন ঘনাদাকে নিয়ে । যার মধ্যে Ghanada Gallery -র সৌজন্যে ফুটো গল্পটির কথা জানতে পারি । |
রঞ্জন দত্তের করা "ফুটো" |
রেবতীভূষণ , বিষয় কার্টুন , 2010 ( রেবতীভূষণ স্মরন সংখ্যা) আমার খুবই আক্ষেপের বিজয় এই যে.. গৌতম বাবুর করা কমিকগুলি বা শিল্পী রেবতীভূষণ এর করা কাজ গুলি পড়ার সুযোগ আমার হয়নি । আমি অনেক খুঁজেও ওই কমিকগুলির সন্ধান পাইনি। তবে রঞ্জন দত্তর করা একটি কমিক "হাঁস" আমি "ছবিতে গল্প" ব্লগের সৌজন্যে পেয়েছি । তাঁদের ধন্যবাদ । যদি কোনো সংগ্রাহক বা এমন কোনো পাঠক আমার এই পোস্ট পড়ছেন , যাঁর কাছে ওই কমিকগুলী আছে তাহলে সম্ভব হলে আমার সাথে যোগাযোগ করুন । একজন কমিক প্রেমী এবং ঘনাদার ভক্ত হিসেবে আমি ওই গল্পগুলি কমিকরূপে পড়ে দেখতে চাই। আর যদি সম্ভব হয়... অন্যান্য সকল কমিকপ্রেমীদের সাথে আমার এই ব্লগের মাধ্যমে share করতে চাই । তথ্যঋণ: উইকিপিডিয়া , ঘনাদা গ্যালারি কমিক ঋণ : ছবিতে গল্প , এবং অন্যান্য কমিক ব্লগ , websites Click here to read the comics পড়ুন ঘনাদা কমিক্স |
ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু
নারায়ণ দেবনাথ এর অজস্র কমিক সৃষ্টির মধ্যে অন্যতম মজাদার একটি সিরিজ হলো ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু । খাঁদুর তার দাদুর বিভিন্ন আবিষ্কারের অপব্যবহার করে বিভিন্ন ভাবে জব্দ হওয়ার গল্পগুলি যেকোনো পাঠকের মন জয় করে নেবে । বাঁটুল , হাঁদা আর ভোঁদা , নন্টে আর ফন্টে , কৌশিক , বাহাদুর বেড়ালের পাশাপাশি এই সিরিজটিও পাঠকদের মাঝে প্রায় সমান জনপ্রিয় ।
1983 সালে (১৩৯০ সন) "ছোটদের আসর" পত্রিকার জন্য নারায়ণবাবুর তুলির টানে জন্ম হয় খাঁদু আর তার কেমিক্যাল দাদুর । যদিও পত্রিকাটি খুব বেশি দিন চলেনি । পরে 'সুখী গৃহকোণ' , 'তথ্যকেন্দ্র' , 'সোনার বাংলা' প্রভৃতি পত্রিকার পাতাতেও দেখা যায় এই দাদু-নাতি জুটিটিকে ।
বই হিসেবে প্রথম প্রকাশ হয় "গোল্ডেন কমিকস্" থেকে । পরে আবার পাত্র'জ থেকেও বই আকারে বের হয় এই কমিকস । বেশ কয়েকটি ইস্যু বের হয় এই সিরিজে । কিন্তু সিরিজের সব গল্প নারায়ণ বাবুর আঁকা ছিল না । পরের দিকের কিছু কিছু গল্প নারায়ণ বাবুর অনুকরণে অন্যান্য শিল্পীরা করেছেন ।
নারায়ণ দেবনাথ সমগ্র চতুর্থ খন্ডতে কৌশিক (মজুমদার) বাবুর লেখা থেকে জানতে পারি , এই সিরিজটি থেকে নাকি অ্যানিমেশন সিরিজও বানানো হয়েছিল । কিন্তু সে সিরিজ আমার দেখার সৌভাগ্য হয়নি এখনও।
এবার আসা যাক কমিকসের গল্প প্রসঙ্গে...
হাঁদা-ভোঁদা বা নন্টে-ফন্টের মতোই ডানপিটে খাঁদু সিরিজের কমিকগুলোও সম্পূর্ন সাদা কালো স্ট্রিপে আঁকা ।
গল্প আমরা পাই আমাদের প্রধান দুই চরিত্র খাঁদু আর তার আবিষ্কারক দাদুকে । দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দাদু নিত্যনতুন আবিষ্কার করতে থাকেন । আর খাঁদু যেন-তেন-প্রকারেন সেই সমস্ত আবিষ্কারের অপব্যবহার করে হেনস্তা হতে থাকে প্রতি গল্পে। আবার কখনো হয়তো দাদু নিজেই তাকে শায়েস্তা করেন ।
দাদুর বিভিন্ন উল্লেখযোগ্য আবিষ্কার গুলোর মধ্যে যেমন ইঁদুর ধরার জন্য কলের বেড়াল আছে , তেমনি আছে যেকোনো জায়গায় চুল গজানোর স্প্রে । আবার কখনো দাদু বানিয়েছেন বিস্ফোরক বুদবুদ , আবার কখনো চুম্বকীয় শক্তি যুক্ত গ্লাভস । জুতো ছিঁড়ে যাওয়ায় অতিষ্ট হয়ে দাদু বানিয়েছেন হাওয়া দিয়ে ফোলানো জুতো... যা দিয়ে অনায়াসে দু মানুষ উঁচু দেয়াল ডিঙিয়ে পেরোনো যায় । আবার অন্য এক প্রকার জুতো - যা পায়ে পরলে জলের উপরেও হেঁটে যাওয়া যায় । আর এসব আবিষ্কার নিয়ে খাঁদু কিভাবে প্রতিবার বিপদে পড়ে... তাই এই গল্পগুলোকে এক প্রথম শ্রেণীর মজাদার কমিক্সের পর্যায়ে দাঁড় করায় ।
এই সমস্ত বহুমুখী গ্যাজেট কেন যেন আমাকে জাপানিজ অ্যানিমেশন Doraemon এর কথা মনে করিয়ে দেয় । কেবল আবিষ্কারের নিরিখে দেখতে গেলে বলতেই হয়... এই সিরিজটি নিঃসন্দেহে Science Fiction বা কল্পবিজ্ঞান গোত্রের মধ্যে পড়ে ।
নারায়ণ দেবনাথের বহুমুখী প্রতিভার পরিচয় তার সব সৃষ্টিতে লক্ষ্য করা যায় । তেমনি বলতে দ্বিধা নেই... ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু সিরিজটি নারায়ণ বাবুর বিজ্ঞানমনষ্ক দিকটির প্রমাণ বহন করে ।
আপনি যদি ডানপিটে খাঁদুর সমস্ত গল্পগুলি দুই মলাটের মধ্যে পড়তে চান । লালমাটি থেকে প্রকাশিত "ডানপিটে খাঁদু সমগ্র" বইটি সংগ্রহ করে নিতে পারেন । সম্ভবত বইটির বর্তমান দাম ১৩০ টাকা ।
এছাড়াও নারায়ণ দেবনাথ কমিক সমগ্রগুলির মধ্যেও আছে এই সিরিজটি ।
নীচে আমি বইটির একটি pdf দিলাম । বইটি আমি স্ক্যান করিনি ।
পড়ুন ( ফেসবুক ) / পড়ুন (গুগল ড্রাইভ)
Hello Comic Lovers....
অনেক বছর পর আজ আবার হটাৎ করে আজ এখানে এসে উপস্থিত হয়েছি । কিছু কথা ভাগ করে নেব বলে.... আর অবশ্যই সাথে অনেক অনেক নতুন-পুরনো কমিকস ।
অনেক কিছুই লিখতে চাই আজ এখানে । কিন্তু অনভ্যাসের ফলে বোধ হয় শব্দের দখল হারিয়ে ফেলেছি । ব্যাকস্পেসটার তাই আজ খুব ফুর্তি । কীবোর্ডের আজ সে-ই মধ্যমমণি । তবুও দেখা যাক... আজ বছর আষ্টেক পর যখন ফিরেছি.....
ফিরেছি???
আজকেই আমার খুবই প্রিয় একটা ব্লগে পড়লাম , ব্লগ মানে নাকি আমাদের e-diary । আর ডায়েরিতে নাকি কোনোরকম রাখ-ঢাক না করে মনের সব সব লিখতে হয় । সে চেষ্টাই করবো... যদিও ডায়েরি অনেকটাই ব্যাক্তিগত হয় । আর এখানে লিখব বলে ঠিক করেছি যখন , সেটা যে অনেকের সাথে ভাগ করে নেওয়ার জন্যেই.....
অনেকের ??
হ্যাঁ । দুই বাংলার প্রায় 12 লক্ষ কমিক প্রেমীর পদধূলি (??) পড়েছে আমাদের এই Bengali PDF Comics blog - এ ।নাম্বারটা এতটাই বড় যে , আমার সত্যিই বিশ্বাস করতে এখনও অদ্ভুত লাগে । কি করে সম্ভব হলো এই কমিক মিলনমেলা ? আমি এখনও ভেবে পাইনা ।
Current page view count |
PDF:
2016 । আমার মাধ্যমিক শেষ হয়েছে । হাতে পেলাম স্মার্টফোন । আর সাথে পেলাম একটা নতুন ফাইল ফরম্যাট এর সন্ধান । MP3 , MP4 , Jpeg এনাদের সাথে পরিচয় থাকলেও স্মার্টফোন হাতে পাওয়ার আগে PDF কি জিনিস জানতে পারিনি । ( বুঝতে পারছি , অনলাইন ক্লাসে lockdown কাটানো ভাই-বোনদের হয়তো বিশ্বাস করতে একটু অসুবিধে হতে পারে - মাধ্যমিক দিয়ে দিল... তাও PDF কি জানতো না !? How naive !! )
আমার এখনও মনে আছে.... আমার ইন্টারনেট থেকে ডাউনলোড করা প্রথম pdf টি ছিল "শঙ্কু সমগ্র" । জেলা বইমেলাতে প্রতি বছর অপেক্ষা করে করে একটি একটি করে শঙ্কু বই কিনতে যেন আমার ধৈর্য ধরছিল না । একবারে সমগ্র টা পেয়ে গেলেই মিটে যায় !! যাই হোক । মিটে যায়নি । "শঙ্কু সমগ্র pdf" আমাকে সন্তুষ্ট করতে পারলো না । আর সে বছরই জেলা বইমেলাতে শঙ্কুর ছোটো বইগুলো না নিয়ে "সমগ্রই চাই" দাবি করে বসলাম । দাবি মঞ্জুরও হলো । কাজেই.... পড়ে রইলো "শঙ্কু সমগ্র.pdf" ।
"শঙ্কু সমগ্র.pdf" আমাকে সন্তুষ্ট করতে না পারলেও , ষোলো বছরের আমি-র কাছে একটা বিরাট জগতের দরজা খুলে দিয়েছিল । সে সময় মনে হতো , যেকোনো বইয়ের পাশে "pdf" লিখে সার্চ করলেই যেন পেয়ে যাবো বইটি । পৃথিবীর আর কিছুই যেন অসম্ভব নয় !!!
COMIC:
সেভাবেই এ-বই সে-বই খুঁজতে খুঁজতে আমি আস্তে আস্তে প্রচুর ইবুকের ওয়েবসাইট এর সন্ধান পেলাম । আর তেমনই কোনো এক সাইটে আমার চোখের সামনে চলে আসে বাংলা টিনটিন এর একটি বই (গল্পের নাম আজ আর মনে নেই) ।
আমার জন্য যে জগতের দরজা "শঙ্কু সমগ্র.PDF" খুলে দিয়েছিল , তার সব থেকে সুন্দর অংশের পরিচয় আমি পেলাম আমাদের তরুণ বেলজীয় সাংবাদিকের হাত ধরে ।
টিনটিনের কমিক ইতিমধ্যে আমি পড়েছি । বেশিরভাগ গল্পগুলোই বই হাতে নিয়ে পড়া । কিন্তু সে বই আমার তাকের বাসিন্দা নয় । বন্ধুর টিনটিন , এক দাদুর বাড়ির টিনটিন , এমনকি পশ্চিম রাঢ় লাইব্রেরীর টিনটিন - এঁদের সাথে ভাব ভালোই ছিল । কিন্তু আমার নিজের টিনটিন ছিল না সে সময় ।
এই প্রথম আমার "নিজের" টিনটিন আমি হাতে (?) পেলাম.... বিভিন্ন ইবুক সাইট আর ব্লগের সৌজন্যে ।
এই সময়ের আগে টিনটিনের কতগুলো মোট গল্প... সে সম্বন্ধেও আমার পরিষ্কার ধারণা ছিল না । কোন গল্পের পর কোন গল্প সে ব্যাপারেও জ্ঞান ছিল অল্পই । ইন্টারনেট আমাকে পথ দেখায় সে ক্ষেত্রে.... আর প্রথমেই আমি আর একবার সোভিয়েত থেকে শুরু করে আমেরিকা , কঙ্গো হয়ে একটুখানি ভারতকেও ছুঁয়ে নেপাল , তিব্বত সব ঘুরে নিলাম । টুক করে একবার চাঁদের মাটিও ছুঁয়ে এলাম সাংবাদিক বন্ধুটির সাথে.... সেখানে গিয়ে শুনি নীল আর্মস্ট্রং নাকি এখনও পৌঁছাননি। [Adventure of Tintin : Explorers on the Moon (1953) । Apollo 11 Moon Landing (1969) ]
সেই শুরু....টিনটিন থেকে শুরু করে আরো অনেক পরিচিত অপরিচিত কমিক বই পড়তে লাগলাম , আর সংগ্রহ করতে লাগলাম pdf ।
এতটা পড়ে যদি মনে হয় এক তরুণ সাংবাদিকের হাত ধরেই আমার কমিক জগতের সাথে পরিচয় , সেটা কিন্তু ভুল নয় । তবে সে সাংবাদিক "লে পেতি ভ্যাঁতিয়েম" কাগজের টিনটিন নয় । সে সাংবাদিক আমার ছোটকাকু , তিমির কান্তি পতি। ছোটকাকুই আমাকে ছোটোবেলায় আনন্দমেলা , শুকতারা , কিশোর ভারতী-র সাথে পরিচয় করায়। কয়েকটা সন্দেশ - ও পেয়েছিলাম মনে আছে । সেই সাথে নন্টে ফন্টে , বাঁটুল , হাঁদা ভোঁদা- র মত অনেক কমিক বই হাতে নিয়ে পড়ার সুযোগ পাই ছোটকাকু সৌজন্যে ।
আবার ছোটকাকুর উৎসাহেই পত্রিকা দপ্তরে চিঠি পাঠিয়ে একাধিকবার ছাপার হরফে নিজের নাম দেখতে পাই ।
এক সময় অনেক দিন ধরে এক টানা আনন্দমেলা নেওয়া হতো বাড়িতে ।
নেওয়া মানে কিন্তু পেপারওয়ালা কাকুর মাধ্যমে বাড়িতে আসতো না সেগুলো । প্রত্যেক মাসের 5 আর কুড়ি তারিখে আমি নিজে গিয়ে নিয়ে আসতাম মোড়ের পেপার দোকান থেকে । কিন্তু সে ব্যাপার টা এমন রুটিন মাফিক হতো.... এখনও আমার কাছে প্রায় বছর চারেকের প্রতিটা কপি আনন্দমেলা আছে । একটাও সংখ্যা বাদ নেই মাঝে।
সেই সময় আনন্দমেলায় অনেক কমিক পড়ার সুযোগ হয় ।
কমিকের সাথে যে সখ্যটা ছোটোবেলায় জন্মেছিল, সেটা ইবুকের অস্তিত্ব জানার পর যেনো আরো গাঢ় হয় । আগের থেকে এখন কমিক এর নাগাল পাওয়া সহজ হলো, অনেক বেশি কমিক পাওয়া গেলো, আর প্রিয় চরিত্রদের ব্যাপারে অনেক অনেক বেশি বেশি পড়ার সুযোগ হলো ।
ওকি সময়ে দেশে বিদেশে সুপার হিরো গোত্রের সিনেমার ব্যাপক প্রচার আর প্রসার শুরু হয়ে যায় । স্পাইডারম্যান , ব্যাটম্যান , সুপারম্যানদের মত character যাদের আমি কার্টুন ক্যারেকটার বলে ভাবতাম ; আয়রন ম্যান, হাল্ক এর মত চরিত্র যাদের আমি কেবল সিনেমার character বলে ভাবতাম...জানতে পারলাম তাদের শেকড়ের কথা । সবাই যে কমিকের পাতা থেকে উঠে এসেছে... এটা জানার পর DC আর Marvel comics এর মত বিভিন্ন বিদেশী কমিকও পড়া হতে লাগলো ইন্টারনেট এবং ইবুকের কল্যাণে । চরিত্ররা যদিও পূর্বপরিচিত ছিল... তাদেরকে আরো নতুন করে এবং নতুনভাবে জানতে আর চিনতে শুরু করি কমিক এর মাধ্যমে ।
BLOG:
বিভিন্ন সাইট থেকে কমিক ডাউনলোড করতে গিয়ে বা পড়তে গিয়ে আমার প্রায়ই মনে হতো... যদি আমিও পারতাম একটা মনের মত ওয়েবসাইট সাজাতে । যেখানে আমার পছন্দের সব কমিক থাকবে । যে চাইবে সব ইচ্ছে মত পড়তে পারবে । অ্যাড বা পপ আপের ঝামেলা থাকবে না । সব কমিক সুন্দর ভাবে সাজানো থাকবে । যার যেটা চাই... সব রকম বাংলা কমিকের One Stop Destination হবে আমার ব্লগ ।
শুধু অরিজিনাল বাংলা কমিকেই নয়। বিভিন্ন অনুবাদকের অনুবাদ করা কমিক ও থাকবে সেখানে । আর থাকবে আমার নিজের অনুবাদ করা পছন্দের কমিক । হ্যাঁ । আমি অনুবাদ করবো বলেও ভেবেছিলাম । আর অনুবাদের কাজ শুরুও করেছিলাম । কিন্তু সে কাজ শুধু শুরুই হয়েছিল.....
নিজস্ব website বানানোর শখ ছিল বটে... কিন্তু মনে মনে জানতাম... সে শখ পুরো হবে না নিকট ভবিষ্যতে । কারণ আমি জানতাম ওয়েবসাইট বানানোর জন্য পয়সা লাগে । সেটা কিভাবে হবে... কত টাকা লাগবে..কিভাবে হবে জানতাম না । UPI এর concept তখন ছিল না ।
কিন্তু তার পরেই ভারতে এসে একটা BOOOM!! জিওর হঠাৎ আগমনের ফলে হটাৎ করে সব ভারতীয়রা ইউটিবার হতে শুরু করে... আর ইউটিউবার মানেই হয় টেক চ্যানেল নাহয় গেমিং ( Vlogging তখনও unpopular) ।
আর যেকোনো সমস্যার সমাধানের জন্য আমিও আর গুগল search করার পরিবর্তে ডাইরেক্ট ইউটিউব সার্চ বারে টাইপ করতে শুরু করলাম ।
তেমনি এক "how to make own website for free?" এর জবাবে ব্লগার ডট কমের সন্ধান জানা গেলো ।
ব্যাস । Bengali PDF Comics এর জন্ম হলো ।
THE BEGINNING AND THE END :
নতুন "ওয়েবসাইট" তৈরি তো হলো.... এবার ?
Pdf কালেক্ট করা তো ছিলই। এবার সে সব ক্লাউড স্টোরেজে আপলোড , পোস্ট লেখা , পোস্টের জন্য ছবি বানানো , ব্লগের টেমপ্লেট এডিট করা থেকে শুরু করে সব রকম কাস্টোমাইজেশনের জন্য লেগে গেলাম । উৎসাহের কমতি ছিল না । নতুন নতুন বই কালেক্ট করতে লাগলাম । আর আপলোড ।
শুধু যে ডাউনলোড করেই আপলোড করেছি, এমন নয় । নিজের কাছে থাকা বিভিন্ন কমিক এর ছবি তুলে pdf বানিয়ে সেগুলোও আপলোড করতে লাগলাম । আমার স্ক্যানার ছিল না (এখনও নেই) ।
সে সময় আমার এই ব্লগের টিনটিন কালেকসনটি সম্ভবত "বাংলার সব থেকে বড়" টিনটিন কালেকসন ছিল ।
অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেন । আমি খুব উৎসাহ পেতাম । আরো আগের থেকে বেশি উদ্যমে কাজ করতাম ব্লগটার পিছনে ।
এখন যদিও দেখলে মনে হয় ফালতু অনেক জিনিসের উপর খেটেছি... যেগুলো দরকার ছিল না । এদিকে টিনটিন পোস্টের ইন্ট্রো তে যা লিখেছি... সেটাই কপি করে পরের পোস্টেও পেস্ট করে দিয়েছি ।
এখন যাই মনে হোক... সে সময় আমি খুব খুশি ছিলাম আমার কাজ নিয়ে । অনেকে পড়ছেন , খুশি হচ্ছেন ,আমার উদ্দেশ্যে কত ভালো ভালো কমেন্ট করছেন , কোনো কমিক এর রিকোয়েস্ট করছেন.... সব কিছু খুব ভালো লাগছিল ।
তারপর....কয়েকমাস পর আমি ক্লাস 12 এ উঠলাম । আর...... ব্লগ দেখাশোনা কদিনের জন্য স্থগিত রাখবো ঠিক করলাম । পরীক্ষা শেষ হয়ে গেলেই আবার অনেক অনেক পোস্ট করবো । সব সাজিয়ে রেখেছি... কোনো সমস্যা হবে না । মাত্র কটা মাসের ব্যাপার....(?)
সেই জন্যে একটা পোস্ট দিলাম । "ফালতু পোস্ট" লেবেলের under-এ লিখলাম "পরীক্ষা শেষ হলেই আসছি । অনেক কমিক আছে আমার কাছে । সব পোস্ট করা হবে ।"
সেটা কম করেও ছ' বছর আগের কথা । আমি আমার কথা রাখিনি ।
পরীক্ষার পর অনেকবার ভেবেছি ফিরে আসবো... শুরু করবো.... কিন্তু.... সেই আগ্রহ আর পাইনি।
না । কমিকস এর কথা বলছি না এখানে । সে আগ্রহ বেড়েছে বই কমেনি বছর বছর । এখন আমার সংগ্রহে ষোলো বছরের আমি -র থেকে অনেক বেশি কমিক বই আছে । ইতিমধ্যে পড়েছি অনেক বেশি । কিন্তু ব্লগ চালিয়ে যাওয়ার আগ্রহ পাচ্ছিলাম না ।
মাঝে এক দুবার পোস্ট করেছিলাম । কিন্তু সে সব কারো রিকোয়েস্টে হয়তো । কিন্তু আগের উৎসাহ ছিল না কিছু মাত্র....
COMEBACK?
কিন্তু আজ এত দিন পর কি হলো আবার ? আজ 2024 সালে আমি আমার 2017 সালের কয়েকমাসের একটা শখকে আবার খুঁজে নেওয়ার চেষ্টা করছি । চেষ্টা করছি সেটাকে আবার বাঁচিয়ে তোলার ।
একটা বিশেষ ঘটনার প্রতিক্রিয়ায় আজ হঠাৎ করে যেন আমার সেই 2017 এর নতুন ব্লগ খোলার পরের উৎসাহটা ফিরে পাচ্ছি । দেখা যাক......
আমি পুরনো পোস্ট গুলো বেশিরভাগই রিমুভ করলাম সাইট থেকে আজ । লিংক গুলো কাজ করছিল না অনেক ক্ষেত্রেই । সব নতুন করে পোস্ট করা হবে । আগের থেকে বেশি পোস্ট করা হবে (আশা করি) । আর এবার একটু সাজিয়ে গুছিয়ে পোস্ট করা হবে ।
রাত পোহালেই সরস্বতী পুজো......সবাই ভালো থাকবেন, কমিক পড়তে থাকবেন ।
শান্তনু ঘোষের দেওয়াল থেকে |
হার্জ এবং তাঁর সিগনেচার |
"কুট্টুস" |